Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ও অফিস পরিচিতি

 

অফিসের সাধারণ পরিচিতি।

আয়তন :-৪৭ বর্গ কিলোমিটার।

স্থাপিত সন:-১৯৬২ ইং।

অফিসটিচুয়াডাংগা জেলার সদর উপজেলার অর্ন্তগত তিতুদহ বাজারের নিকট অবস্থিত।পূর্বে ঝিনেদহ জেলা ,দক্ষিণে জীবনণগর উপজেলা উত্তরে কুতুবপুর ইউনিয়ন এবং পশ্চিমে নিজ জেলা সদর ।

 

যোগাযোগ

চুয়াডাংগা সদর উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ২৩ কিলোমিটার , যাতায়াত ব্যাবস্থা -বাস,এজিবাইক ও ভ্যান-রিকসা। লোকেশন :-চুয়াডাংগা সদর উপজেলা হতে সরোজগন্জ বাজার, সরোজগন্জ বাজার হতে খাড়াগোদা বাজার, খাড়াগোদা বাজার হতে তিতুদহ ইউনিয়ন পরিষদ।

 

দপ্তর প্রধানের নাম

চেয়ারম্যান-তিতুদহ ইউনিয়ন পরিষদ

 

অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরন

বিভিন্ন প্রকার নাগরিক সেবা, উন্নয়ন সেবা, আইন সহায়তা সেবা উপর কার্যক্রম।

 

কি সেবা দেওয়া হয়

ক) নাগরিক সেবা

খ) উন্নয়ন সেবা

গ) আইন সহায়তা সেবা

 

প্রধান কর্মকর্তার নাম

চেয়ারম্যান-তিতুদহ ইউনিয়ন পরিষদ

 

পরিষদ

চেয়ারম্যান-১ জন।

প্যানেল চেয়ারম্যান-৩ জন।

সংরক্ষিত আসনের সদস্য-৩ জন।

সাধারন আসনের সদস্য-৯ জন।

 

জনবল

সচিব-১ জন।

দফাদার-১ জন।

মহল্লাদার-৯ জন।

 

অফিসের নাম

৬ নং তিতুদহ ইউনিয়ন পরিষদ।

 

পত্র যোগাযোগের ঠিকানা

মো: আকতার হোসেন

    চেয়ারম্যান

তিতুদহ ইউনিয়ন পরিষদ

চুয়াডাংগা সদর-চুয়াডাংগা

ফোন নং-০১৭১৫-৭৮২৮২৪