Title
আজকে বৃক্ষরোপন কমসূচীর আওতায় তিতুদহ ইউনিয়নের বিভিন্ন রাস্তায় সমিতির সদস্যবৃন্দুদের মাঝে চেক বিতরণ
Details
আজকে বৃক্ষরোপন কমসূচীর আওতায় তিতুদহ ইউনিয়নের বিভিন্ন রাস্তায় সমিতির মাধ্যমে যে গাছ লাগিয়ে ছিল তা বন বিভাগ কতৃক বিক্রয় করে বিক্রয়কৃত টাকা সমিতির সকল সদস্যবৃন্দের মাঝে চেক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার কে,এম মামুন উজ্জামান চুয়াডাঙ্গা সদর । এ সময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়নের চেয়ারম্যান মো: আকতার হোসেন ইউপি সচিব মো: ফয়জুর রহমান অডিট ম্যানেজার মো: মুনজুরুল হক অডিটর ওয়ান শ্যামল ভৌমিক অডিটর টু মো: সবুজ হোসেন এবংইউপি সদস্যবৃন্দ