Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চাঁদপুর ও নুরুল্লাপুরের বিল
বিস্তারিত

চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা উপজেলাধীন ৬নং তিতুদহ ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৪নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের অবস্থিত এই বিল, ২০০শত একর জুড়ে এই বিলটি,যাহা গ্রামীন জীবন ও ইউনিয়ন পরিষদের ভেীগলিক সন্দুর্য বুদ্ধি পয়েছে। এই বিলটি কে কেন্দ্র করে গড়ে উঠেছে চাঁদপুর মৎস্য জীবি সমিতি ও নুরুল্লাপুর মৎস্য জীবি সমিতি,এই দুই গ্রামের দুইটি সমিতি মিলে ১০০ জনের ও অধিক জেলেদের অন্তভুক্তি আছে। এই বিল থেকে মাছ ধরে এই জেলে পরিবার জীবনযাপন করে আসছে। এবং জেলা শহর সহ দেশের বিভিন্ন স্থানে মাছ সরবারহ করে থাকে এই মৎস্য সমিতিিএই বিল থেকে সেমন একদিকে  ১০০ পরিবার জীবনযাপন /সাভলোবি হচ্ছে সেই সাথে রাজস্ব আয় বৃদ্ধি করছে,

 

**যোগাযোগঃ

                 চুয়াডাঙ্গা সদর উপজেলা হতেতিতুদহ ইউনিয়ন পরিষদের দুরত্ব ২৩ কিলোমিটার । চুয়াডাংগা সদর উপজেলা হতে সরোজগন্জ বাজার, সরোজগন্জ বাজার হতে খাড়াগোদা বাজার, খাড়াগোদা বাজার হতে তিতুদহ ইউনিয়ন পরিষদ।

** অবস্থানঃ

                ৬নং তিতুদহ ইউনিয়ন পরিষদের অন্তর্গত নুরুল্লাপুর চাঁদপুর গ্রামে এই বিলটি অবস্থিত।